Adobe Photoshop

কোর্সের বিবরণঃ

এই কোর্সটি একদম নতুনদের জন্য। এর জন্য আপনার ফটোশপ বা ডিজাইনের কোনও পূর্ববর্তী জ্ঞানের প্রয়োজন নেই। আমরা একদম শুরুথেকেই শুরু করব এবং ধাপে ধাপে কাজ করব। আপনি যদি কখনো ফটোশপ সফটওয়্যার না ওপেন করে থাকেন বা ওপেন করেছেন কিন্তু কিছু বুঝতে পারছেননা তাহলে আমদের ভিডিও টিউটোরিয়ালগুলো ধারাবাহিক ভাবে ফলো করতে থাকুন সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। 

  • আপনি কি ফটোশপে কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি শিখতে চাচ্ছেন?
  • আপনি কি ফটোশপে ডিজাইন শিখে নিজেকে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন?
  • আপনি কি ফটোশপে দক্ষ হয় অনলাইন মার্কেটপ্লেসে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে চাচ্ছেন?
  • আপনি কি অন্যান্য ফ্রিল্যান্সার দের মত ঘরে বসেই নিজে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন?

যদি উপরের কোন একটি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই প্যাকেজটি আপনার জন্য। এই কোর্সে আপনি ফটোশপ দিয়ে কাজ শুরু করার বিষয়ে যা যা জানা দরকার তা শিখতে পারবেন। গ্রাফিক ডিজাইনে ফটোশপ কীভাবে ব্যবহার করবেন তা আপনি শিখতে পারবেন। আপনি আপনার নিজস্ব প্রজেক্ট তৈরি করবেন যা আপনি নিজের কর্মসংস্থানের জন্য নিজের পোর্টফোলিওটিতে যুক্ত করতে পারেন। 

যা যা শিখতে পারবেনঃ

যা যা শিখতে পারবেনঃ

·         ফটোশপে 3D Wooden Box তৈরি করতে পারবেন

·         চাকরীর আবেদনের জন্য Letterhead ডিজাইন

·         ইমেজ এডিটিং এর সকল ধরনের কাজ করতে পারবেন

·         ছবি Text দিয়ে Flyer ডিজাইন শিখতে পারবেন

·         ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য Business Card ডিজাইন

·         প্রফেশনাল CV/Resume কিভাবে ডিজাইন করতে পারবেন

·         কিভাবে একাধিক ছবি দিয়ে Animation তৈরি করতে হয়

·         Social Media Cover Photo ডিজাইন করতে পারবেন

Creating Document, Do not close this window...